সচরাচর জিজ্ঞাসা :
বি.দ্র. কেনার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে নাও : 
https://www.youtube.com/watch?v=ji7epk_R20U
                                            
                                        
                                        ২৫ ব্যাচ একদিক থেকে একটু লাকি ব্যাচ আবার একটু আনলাকি ব্যাচও। তোমার HSC পরীক্ষা শর্ট সিলেবাসে হওয়ায় এবারের ভার্সিটি এডমিশনও শর্ট সিলেবাসে হবে। তোমরাই শর্ট সিলেবাসের শেষ ব্যাচ।
অন্যদিকে কোন কারণে এবছর চান্স না পেলে সেকেন্ড টাইমে পরীক্ষা হবে ফুল সিলেবাসে। মানে শুধু ফিজিক্সেই নতুন করে তোমাকে ৭ টা অধ্যায় পড়া লাগবে। তাই সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন এ বছরই নিজের নতুন ঠিকানা বানিয়ে ফেলতে পারো।
ভয়ের কিছু নেই। ACS Physics Varsity Private Batch 2025 নিয়ে আমরা আছি। শুরু থেকে যদি আমাদের গাইডলাইন মেনে ক্লাসগুলো রেগুলার ফলো করতে পারো তাহলে ভার্সিটি ভর্তি পরীক্ষায় ফিজিক্স হবে তোমার সবথেকে স্ট্রং জোন। সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই কোর্সে ৪ মাসে ৩০+ লাইভ ক্লাসে আমরা পুরো ফিজিক্সটা তোমাকে গুছিয়ে দিবো।
এছাড়া, প্রতিটি ক্লাসেই প্রয়োজনীয় কনসেপ্ট এর পাশাপাশি থাকবে পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টে প্রো হওয়ার জন্য শর্ট-কাট ট্রিক্স ও হাতে ক্যালকুলেশন করার টেকনিক (ভার্সিটি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না কিন্তু!)। ক্লাসের পরে আমাদের দেয়া প্র্যাকটিস শীট কাভার করে ফেললেই তোমার প্রস্তুতি নিশ্চিত হবে শতভাগ।
আর প্রস্তুতি যাচাই করার জন্য প্রতিটা অধ্যায়ের পরেই পাবে অধ্যায়ভিত্তিক পরীক্ষা আর সকল লাইভ ক্লাস শেষ হওয়ার পরে থাকবে পেপার ফাইনাল ও সাবজেক্ট ফাইনাল পরীক্ষা।
একটা রাস্তা অনেকভাবেই পাড়ি দেয়া যায়, পায়ে হেটে, দৌড়ে, রিকশায়, গাড়িতে কিংবা উড়োজাহাজে। রাস্তা পাড়ি দেয়া লাগবে তোমাকেই। কোন বাহনে উঠবা সেটা তোমার ডিসিশন।
একইভাবে, তোমার এডমিশন জার্নিতে তোমাকেই সম্পূর্ণ রাস্তা পাড়ি দিতে হবে। এই সুযোগ একবারই। কাজেই কোন ভুল ডিসিশন নেয়ার সুযোগ নেই। তোমার লক্ষ্য অর্জনের এই রাস্তায় তোমাকে যেন আমরা সফলভাবে ও সহজভাবে পাড়ি দিতে সাহায্য করতে পারি, এই ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
বি.দ্র. কেনার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে নাও : 
https://www.youtube.com/watch?v=ji7epk_R20U